শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মহেশপুর সীমান্তে বিজিবি -বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য স্বাক্ষাৎ

আরো খবর

মহেশপুর প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মহেশপুর ৫৮ বিজিবি ও ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য স্বাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

 

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমমাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ৪ অক্টোবর (শনিবার) সকাল ৮ টার দিকে ৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ মাঠিলা সীমান্তের মেইন পিলার ৫৩ এর নিকট শুন্য রেখা বরাবর দুই ঘন্টা ব্যাপী এই সৌজন্য স্বাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্বাক্ষাতে বাংলাদেশের ৫৮বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম পিএসসি ও ভারতের ৫৯ বিএসএফ এর কমান্ডার শৈলেশ কুমারসহ দুই দেশের ২০ জন স্টাফ অফিসার অংশ গ্রহন করেন।

 

সৌজন্য স্বাক্ষাতে বিজিবি বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ,সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা ,সীমান্ত হত্যা না হওয়া ,মানব পাচার রোধ,গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যাবস্থা গ্রহনসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ।

আরো পড়ুন

সর্বশেষ