শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মাগুরায় কৃষি বিজ্ঞানী ড.আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আরো খবর

বিশ্বজিৎ সিংহ রায়,মহম্মদপুর ( মাগুরা):মাগুরার মহম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড.আলী আফজাল ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।গত (১০ জুলাই) বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরে শহীদ আহাদ-সুমন স্টেডিয়ামে মাঠে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি বিজ্ঞানী ড.আলী আফজাল।

এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও যুব সমাজের পরিবর্তন এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ড.আলী আফজাল ফাউন্ডেশন আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।উদ্বোধনী ফুটবল ম্যাচে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন উপজেলার পলাশবাড়ীয়া ফুটবল একাদশ ও নাগড়া ফুটবল একাদশ।নির্ধারিত সময়ে মধ্যে খেলা গোলশূন্য ভাবে শেষ হয়।পরবর্তীতে ট্রাইবেকারে মাধ্যমে ৪-৫ গোলে নাগড়া ফুটবল একাদশ জয় লাভ করে।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ জিয়াউল হক বাচ্চু,সহকারী অধ্যাপক মোঃ অছিউজ্জামান বুলবুল,সরকারি আর এসকে এইচ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক একে এম নাসিরুল ইসলাম,ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল সহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

সর্বশেষ