শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মাগুরায় দীপাবলি উপলক্ষে আলোকসজ্জা

আরো খবর

মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি:
মাগুরায় হিন্দু সম্প্রদায়ের দীপাবলি উৎসব আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।সোমবার সন্ধ্যা ঘনিয়ে আসতেই শহর ও গ্রামীণ মন্দির,বাড়িঘর,নদী-পুকুরে কলার ভেয়ায় করে প্রদীপ জ্বালানো হয়।এছাড়া রাস্তা জুড়ে জ্বলে ওঠে হাজারো প্রদীপ ও রঙিন আলোর ঝলকানি।

 

শ্রীশ্রী কালীপূজা উৎসব উপলক্ষে এ দীপাবলি অনুষ্ঠিত হয়। মন্দিরে দেবী কালীর আরাধনা,ধূপ-ধুনো ও মধ্য দিয়ে ভক্তরা পাল করেন শুভ দীপাবলি। শিশু-কিশোর থেকে বৃদ্ধ-সকলের মুখে ছিল উৎসবের উচ্ছ্বাস।

 

জেলা সদরের কালী মন্দির,শিব মন্দিরসহ বিভিন্ন পাড়ায় ছিল আলোকসজ্জা,আতশবাজির আর ধর্মীয় সংগীতের সুর।দীপাবলি উপলক্ষে মাগুরা চার উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ছড়িয়ে পড়ে সৌহার্দ্য,ভ্রাতৃত্ব ও আনন্দের বার্তা।

আরো পড়ুন

সর্বশেষ