শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মাছ ধরা নিষেধ, শ্যামনগরে ৮৬ কেজি করে চাল পাচ্ছে জেলেরা

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:৯০ দিনের জন্য জেলেরা পাচ্ছে ৮৬ কেজি চাল পাচ্ছেন জেলেরা। ১ জুন থেকে আগামী ৩১ আগস্ট পযর্ন্ত (৯০ দিন) সুন্দরবনসহ গহীন সাগরে ও নদীতে মাছ ধরা নিষেধ। এই তিন মাসের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দেওয়া ৮৬ কেজি করে চাল পাচ্ছেন জেলেরা। প্রথমে ৫৬ কেজি এবং পরবর্তীতে পাবেন আরও ৩০ কেজি। তবে, এই চাল বিতরণে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে।
উপজেলার বু্যড়িগোয়ালিনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে জেলেদের চাল বিতরণের কার্ডে নামের উপরে ফ্লুইড লাগিয়ে নাম পরিবর্তন করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যে ও তাদের লোকজনের বিরুদ্ধে। এমন অভিযোগ করেছেন কয়েকজন জেলে।
সরজমিনে ইউনিয়ন পরিষদে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। কার্ডে ফ্লুইড লাগানোর কারণে চাল দেওয়া বন্ধ করে দেন প্যানেল চেয়ারম্যান আবদুর রউফ।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে গত রবিবার থেকে জেলে কার্ডের চাল বিতরণ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিএম আবদুর রউফ।
আবদুর রউফ আরো বলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নে মোট জেলে কার্ড আছে ৩৩৩৩টি। চাল বরাদ্দ হয়েছে ১১৯৩টি কার্ডে।

আরো পড়ুন

সর্বশেষ