মণিরামপুর প্রতিনিধি:হাত-পা ছাড়া জন্ম নেওয়া মণিরামপুরের সেই শারীরিক প্রতিবন্ধী
লিতুন জিরার পাশে দাঁড়িয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম
বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজার
চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। তিনি শনিবার শেখপাড়া
খানপুর গ্রামে লিতুন জিরার বাড়িতে গিয়ে তার পড়াশোনার জন্য
আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপ¯ি’ত ছিলেন উপজেলা
পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক
কাউন্সিলর গৌর কুমার ঘোষ, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, চালুয়াহাটি
ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন,
সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, শ্যামকুড় ইউনিয়ন
আওয়ামীলীগের আহবায়ক আহাদুল করিম, যুগ্ম আহবায়ক ও ইউপি
সদস্য ফজলুর রহমান প্রমুখ। আবেগে আপ্লুত হয়ে লিতুন জিরা
বলেন, জীবনে ভাবতে পারিনি ইয়াকুব আলী স্যার আমাদের
বাড়িতে এসে এত টাকা দিয়ে আমার পাশে দাঁড়াবেন। আজ
আমার খুব ভাল লাগছে।
এস এম ইয়াকুব আলী বলেন, লিতুন জিরার মতো অদম্য মেধাবীরা
হাজারও মানুষকে অনুপ্রেরণা জোগাবে। প্রধানমন্ত্রী শেখ
হাসিনা সবসময় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ভূমিকা
রেখে চলেছেন। আমার ব্যক্তিগত তহবিল থেকে লিতুন জিরাকে
আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
মানবিক সহায়তা নিয়ে লিতুন জিরা’র পাশে আ’লীগ নেতা এস এম ইয়াকুব আলী

