শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

 মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করবো-ডা.রুহুল হক এমপি

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসন থেকে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক বলেছেন, ‘শুধু দেবহাটা-আশাশুনি ও কালীগঞ্জের মানুষ নয়, গোটা সাতক্ষীরাবাসি আমাকে কতটা ভালবাসেন তা ইতোমধ্যেই আমি উপলব্ধি করতে পেরেছি। ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা আমাকে যে বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করেছেন, সেজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি সাতক্ষীরার উন্নয়ন ও এ জনপদের মানুষের কল্যাণে আমৃত্যু নিরালসভাবে কাজ করে যাবো।
শনিবার বিকেলে উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. রুহুল হক এমপি এসব কথা বলেন।
নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে  ডা. রুহুল হক এমপিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আলী মোর্তজা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, আসাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, আওয়ামী লীগ নেতা শরৎ চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সহ-সভাপতি শেখ তাজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুল ইসলাম, ইউপি সদস্য মোনায়েম হোসেন, আজগর আলী, মো. নুরুজ্জামান, মিজানুর রহমান, আসমাতুল্যাহ গাজী আসমান, শওকত হোসেন, মাহমুদ হোসেন, জাকির হোসেন, মনিরুল ইসলাম, ফরিদা পারভীন, খাদিজা খাতুন, রাহিলা পারভীন, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান প্রমুখ।
গণ-সংবর্ধনা অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ