শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মানুষের ভাগ্য উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে -প্রতিমন্ত্রী স্বপন

আরো খবর

মোঃ হারুন-অর-রশিদ সেলিম,মনিরামপুর.
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, এ দেশের অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সরকার দারিদ্র বিমোচনে নানাবিধ কর্মসূচী গ্রহন করে তা বাস্তবায়ন করে চলেছেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যে গ্রামীন মানুষের আর্থসামজিক উন্নয়নে আর্থিক সহায়তা হিসেবে দারিদ্র্যের মাঝে পশুপালনের জন্য স্বল্প সুদে উপজেলার ২৮’শ পরিবারের মাঝে ঋণ দেয়ার সিন্ধান্ত গ্রহন করেছেন। যা বাস্তবায়ন মনিরামপুরেও দৃশ্যমান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর উপজেলা পরিষদ মিলায়াতনে মাসিক আইনশৃংখলা ও উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, সহকারী কমিশনার (ভুমি) হরেকৃষ্ণ অধিকারী, ওসি নুর আলম সিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।
এদিকে গত ১০মে একনেকের সভায় মনিরামপুরে ১৯৮.৯৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫০ একর জমিতে আন্তর্জাতিকমানের শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমি যশোর প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্পটি অনুমোদন হওয়ায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য’কে উপজেলা পরিষদ, মনিরামপুর পৌরসভা, সরকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


—————————————————————————————

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ