শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মামলাজট কমাতে নিষ্পত্তির হার বাড়াতে হবে- সাতক্ষীরায় প্রধান বিচারপতি

আরো খবর

 সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন,মামলা নিষ্পত্তির হার ১২৫ শতাংশে উন্নীত করা গেলে কয়েক বছরের মধ্যে মামলাজট কমানো সম্ভব হবে।এসময় তিনি বলেন, ৪৩ লাখ মামলা মাত্র ১ হাজার ৮ শ’ বিচারক দিয়ে বিচারকাজ সম্পন্ন করা দুরুহ ব্যাপার।
বুধবার  দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের ৬তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ হাদী।  এসময় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা -২  আসনের সংসদ সদস্য  মীর মোস্তাক আহমেদ রবি, জেলা ও দায়রা জজ চাঁদ মোঃ আবদুল আলিম আল রাজী, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,  জেলা প্রশাসক হুমায়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।এর আগে প্রধান বিচারপতি সাতক্ষীরা আইনজীবি ভবনে ‘ন্যায়কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগার উদ্বোধন করেন।
উল্লেখ্য, প্রধান বিচারপতি  হাসান ফয়েজ সিদ্দীকি  ৬৭ বছর পূর্ন করে আগামী ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন  । তিনি সাতক্ষীরা সরকারি কলেজের ১৯৭৫-৭৬ ব্যাচের ছাত্র ছিলেন। এখান থেকেই তিনি এইচ এসসি  পরীক্ষায় পাশ করেন।
১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহন করেন হাসান ফয়েজ সিদ্দীকি। তার পিতা আব্দুল গফুর মোল্লার সরকারি চাকুরির সুবাদে তিনি দীর্ঘকাল সাতক্ষীরায় থেকেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে ১৯৮১ সালের ২১ আগস্ট কুষ্টিয়া জেলা আদালতে আইনজীবি হিসাবে যোগ দেন।
পরে ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর হাইকোর্ট এবং ১৯৯৯ সালের ২৯ মে আপিল বিভাগের আইনজীবি হিসাবে কাজ করার সুযোগ পান। ২০০৯ সালের ২৫ মার্চ হাইকোর্ট বিভাগে এবং ২০১৩ সালের ৩১ মার্চ আপিল বিভাগে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ পান তিনি। এরপর ২০২১ সালের ৩১ ডিসেম্বর ২৩তম প্রধান বিচারপতি হিসাবে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছ থেকে শপথ বাক্য পাঠ করেন।

আরো পড়ুন

সর্বশেষ