শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মারা গেলেন কলারোয়ার আগ্নিদগ্ধ কাদের

আরো খবর

সাতক্ষীরা/কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় উপজেলায়  রাতের আঁধারে ঘরে তালা মেরে  পেট্রোল ঢেলে আগুন  দেওয়ার ঘটনায় আহত আব্দুল কাদের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  বৃহস্পতিবার (১ জুন) সকালে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি । কাদের  কলারোয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের আহাদ আলীর ছেলে।এছাড়া  নিহত আব্দুল কাদেরের স্ত্রী শারমিন খাতুনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা গেছে।
এর আগে গত রোববার (২৮ মে) মধ্য রাতে কলারোয়ার চন্দনপুর গ্রামের আব্দুল কাদেরের ঘরে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তার ভগ্নিপতি সবুজ হোসেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কলারোয়ার হাসপাতালে পরে জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হয় । কাদেরের বোন সুফিয়া খাতুন জানান, স্বামী সবুজ তাকে কারণে-অকারণে নির্যাতন করত।  এসব নিয়ে তাদের ঝামেলা চলছিল। তার স্বামী সবুজ তার ভাই কাদেরকে প্রতিনিয়ত মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছিল।
তারাই  তার ভাইয়ের প্রতি ক্ষিপ্ত হয়ে   জঘন্যতম এই কাজ করেছে  বলে জানান তিনি। চন্দনপুর ইউপি  চেয়ারম্যান ডালিম হোসেন জানান,ঘরে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্তায় মারা গেছেন আব্দুল কাদের।তার স্ত্রীর শারমিনসহ তাদের শিশু কন্যা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে তাদের অবস্থা আশাঙ্কাজনক। শারমিনের শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে। তার বেঁচে থাকার নিশ্চয়তা খুব কম রয়েছে বলে ডাক্তারের কাছ থেকে শুনেছি।
কলারোয়া থানার ভারপ্রাপ্তকর্মকর্তা  (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পেট্রোল আগুনে দগ্ধ হওয়া আব্দুল কাদের ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে  শুনেছি। এঘটনায়  কাদেরের বোন সুফিয়া খাতুন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ইতিপূর্বে  সবুজের সহযোগী সোহাগকে আটক করা  হয়েছিল । এছাড়া মামলার প্রধান আসামি সবুজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন

সর্বশেষ