শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মালয়েশিয়া থাইল্যান্ডের পর শার্শায়  বানিজ্যিক ভাবে চাষ হচ্ছে রামভুটান ফল

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:এবার বাংলাদেশের মাটিতে হচ্ছে এবং অত্যন্ত ভাল মানের, সুস্বাদু ও সুদর্শন রাম্বুটান চাষ। যশোরের শার্শায় স্মার্ট কৃষক আব্দুল মালেক ইন্টারনেট ঘেটে বাণিজ্যিক ভাবে রাম্বুটাননের বাগান গড়েছেন। বেশেী লাভের আশায় করছেন চাষী। সঠিক জাত ও পরিচর্যা সম্পর্কে প্রশিক্ষন পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন উপজেলা কৃষি বিভাগ।
বিদেশি ফল রামবুটান চাষ করে সাড়া ফেলেছেন কৃষক আব্দুল মালেক। তার ক্ষেত দেখতে আসছেন অনেকে। কৃষকদের মধ্যে বাড়ছে রামভুটান চাষের আগ্রহ। রামবুটানের বীজ থেকে চারা করে গাছ লাগানোর পর তা থেকে ৪থেকে ৫বছর পর প্রতি বছর ২ বিঘা জমিতে থেকে আয় করা যায় ৩থেকে৫লাখ টাকা। এ থেকে কমবে বেকারত্ব, দুরহবে-দারিদ্র্য, স্বাবলম্বী হবে অনেক যুবক ও কৃষকেরা। ৪বিঘা জমিতে চাষ করেছেন রামভুটান। ফুল ও ফল ধরেছে গাছে লাভের আশা কৃষকের।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার মন্ডল-বলেন.বিদেশি একটি ফলের নাম রামবুটান। দেখতে অনেকটা লিচুর মতো, তবে লিচুর চেয়ে আকারে বড়, ডিম্বাকৃতি, কিছুটা চ্যাপ্টা ধরনের। পাকা ফলের খোসা উজ্জ্বল লাল, কমলা বা হলুদ রঙের হয়ে থাকে। ফলের খোসার উপরি ভাগ কদম ফুলের মতো নরম কাঁটা দিয়ে আবৃত। রামবুটান লিচুর মতোই চিরহরিত, মাঝারি উচ্চতা বিশিষ্ট লম্বা গাছ। জুলাই-আগস্ট মাসে ফল পাকে। অপুষ্ট ফলের রঙ সবুজ থাকে। ফল পুষ্ট হলে উজ্জ্বল লাল ও মেরুন রঙে পরিণত হতে থাকে এবং এক মাসের মধ্যে পাকা ফল সংগ্রহ করার উপযোগী হয়। ফলটির ভেতরে লিচুর মতো সাদা শাঁস থাকে। খেতে খুব সুস্বাদু ও মুখরোচক। এর রয়েছে ওষুধি ও পুষ্টিগুণ। ফলে কষকদের মধ্য রাম ভুটান পল চাষে প্রশিক্ষন পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন কৃষি বিভাগ।।
বাজারে প্রতি কেজি রামবুটান বিক্রি হয় ৯শ থেকে১২শ টাকা। এর ফলের চাহিদা ও কদর রয়েছে ভাল। শার্শার মাটিতে গাছে ফল ধরছে ভাল। এ ফল চষে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ,পরামর্শ ও টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে। আগামীতে উপজেলায় চাষ বাড়াসহ কৃষিতে বিপ্লব ঘটার আশা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের। ##

আরো পড়ুন

সর্বশেষ