শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মালিক শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি লিটনকে অভিনন্দন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মালিক শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটিতে আনিসুর রহমান লিটনকে সভাপতি করায় অভিনন্দন জানিয়েছে “যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন”।

রোববার (২৭ জুলাই) যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন(রেজি:-২২৭) এর প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টুর স্বাক্ষরীত এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়েছে। চিঠিতে অভিনন্দন জানান, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু ও সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেনসহ কার্যকারী পরিষদের সকল নেতৃবৃন্দ।

 

শনিবার (২৬ জুলাই) যশোর মনিহার কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে বাংলাদেশ মালিক শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটিতে আনিসুর রহমান লিটনকে সভাপতি করা হয়। সভায় খুলনা বিভাগের ৩০ টি বাস মালিক সমিতি ও ৩৩ টি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

 

এর আগে আনিসুর রহমান লিটন যশোর মিনিবাস ও বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

আরো পড়ুন

সর্বশেষ