প্রেস বিজ্ঞপ্তি: সোমবার চৌগাছা উপজেলার মুক্তেশ্বেরী নদী বলিদহ অংশে লীজ গ্রহিতা মৎস্য জীবী সমবায় সমিতির সভাপতি ইন্দ্রজিত বিশ্বাসের নিকট লীজ ডকুমেন্ট হস্তান্তর করেন চৌগাছা উপজেলার সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস। অতঃপর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুক্তেশ্বেরী নদীতে মাছের পোনা অবমুক্ত করেন যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি ও জেলা সরকারি জলমহাল কমিটির সদস্য ডাঃ মোঃ আবু তোহা। এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা মৎস্য জীবী লীগের সদস্য সচিব দেব মিত্র, চৌগাছা উপজেলা মৎস্য জীবী লীগ নেতা মাহমুদুল হাসান, আনোয়ার মেন্বর, বিশ্বনাথ বসু, তরিকুল ইসলাম বকুল প্রমুখ।
মুক্তেশ্বেরী নদীতে মাছের পোনা অবমুক্ত

Previous article
Next article
