নিজস্ব প্রতিবেদক:
যশোরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক বলেছেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে। এসব দুর্যোগ কারো একার পক্ষে মোকাবেলা সম্ভব নয়। সমন্বিত উদ্যোগ আর সম্মিলিত প্রয়াসে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন,দুর্যোগের ঝুঁকি থাকা সত্ত্বেও গত কয়েক বছরে দেশে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি সাধনের জন্য মানুষের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব হয়েছে। গতকাল যশোর সার্কিট হাউসে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন । কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক আরও বলেন, দুর্যোগ প্রশমনে সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। যার অন্যতম হচ্ছে মুজিবকিল্লা। দুর্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের আশ্রয়ের নিরাপদ ভরসার জায়গা হবে এই কিল্লাা। দুর্যোগে অসহায় মানুষের মাথা গোঁজার ঠাঁই এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশাপাশি তাদের গবাদি পশুসহ সহায়-সম্বলও নিরাপদ থাকবে ওই ভবনে। যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে মুজিবকিল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) এ কে এম ইদ্রীস আলী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান।
অনুষ্ঠানে বক্তৃতা করেন মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আযম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরীন ও প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন। #
‘মুজিবকিল্লা’ হবে দুর্যোগে নিরাপদ আশ্রয়-যশোরে মহাপরিচালক

