নড়াইল জেলা প্রতিনিধি ঃ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভ’মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষ্যে নড়াইলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ (বুধবার) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, নড়াইল জেলায় এ কার্যক্রমের আওতায় ক-শ্রেনী ভুক্ত পরিবারের জন্য গৃহ নির্মান ও পুণর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমের আওতায় জেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায় ৮০৭ টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে ৫৭২ টি ঘর হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ২৩৫ ঘরের নির্মান কাজ চলমান রয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামীকাল (বৃহস্পতিবার, ২১ জুলাই) ৩য় ধাপের (২য় পর্যায় ) জেলার ১শত ৮০ টি ঘর ও বন্দোবস্তকৃত জমির মালিকানা সংক্রান্ত কাগজ পত্র উপকারভোগিদের মাঝে হস্তান্তর করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল ও নড়াইল প্রেসকাব এর সভাপতি এনামুল কবীর টুকুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

