মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের লৌহজং উপজলার রসকাঠির কাছে পদ্মার শাখা নদীতে বালুবাহী জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীসহ পিকনিকের ট্রলার ডুবে গেছে। শনিবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত ৪ যাত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তাদের মধ্যে দুইজন শিশু, দুইজন নারী ।
অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, সিরাজদিখান থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি পদ্মা সেতু ও সেতার আমপাশ দিনভর ঘুরে আবার সিরাজদিখানে ফিরছিল। পথিমধ্যে বালুবাহী জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারে বেশ কয়েকজন শিশু ও নারী ছিল। স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করে।

