শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মুম্বাইয়ে অনুশীলন করেছেন সাকিব

আরো খবর

পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার আগে চেন্নাইয়ে নিউজিল্যান্ড ম্যাচে বাঁ-পায়ের ঊরুর মাংসপেশির ইনজুরিতে পড়েন তিনি।

ভারত ম্যাচের আগে রানিং ও ব্যাটিং অনুশীলন করলেও শেষ পর্যন্ত তাকে নিয়ে ঝুঁকি নেয়নি দলের টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার বাংলাদেশ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

ওই ম্যাচের আগে রোববার অনুশীলন করেছেন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান। মুম্বাইয়ে থেকে সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলী জানিয়েছেন, এদিন হালকা রানিং ও ব্যাটিং অনুশীলন করেছেন অধিনায়ক সাকিব।

ভারতের বিপক্ষে পুনের ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হাসান শান্ত। ম্যাচ শেষে তিনি জানান যে, অধিনায়ক সাকিবের অবস্থা ভালো আছে। তিনি আগামী ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন। বাংলাদেশ বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও পরের তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ।

আরো পড়ুন

সর্বশেষ