শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মৃত্যুর ২৫ দিন পর প্রবাসী শাহজাহানের লাশ শার্শায় নিজ গ্রামে দাফন

আরো খবর

শার্শা প্রতিনিধি:মৃত্যুর ২৫ দিন পর লিবিয়া থেকে নিজ জন্মভূমিতে পৌঁছাল যশোরের শার্শার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের শাহাজাহান কবিরের লাশ। চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। এ সময় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

রোববার ( ৩রা নভেম্বর) রাত ২ টার সময় লিবিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশের কফিন নিয়ে বিমান পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে রাত ৩ টার সময় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয় নিহতের স্বজনের হাতে। লাশবাহী অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে আসা হয় মৃত শাহাজানের গ্রামের বাড়ি শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির।এদিন সকাল ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত শাহাজাহান কবির একই গ্রামের আমজুর আলী ধাবকের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে।
শাহাজাহান লিবিয়ার বেনগাজী শহরে কাজ করতেন।এবছর তার ছুটিতে দেশে আসার কথা ছিলো।
হঠ্যাৎ তিনি একটি সড়ক দুর্ঘটনায় আহত হন। এবং চিকিৎসারত অবস্থায় বেনগাজীর একটি হাসপাতালে গত ৮ ই অক্টোবর মারা যান। লিবিয়ায় তার বৈধতা না থাকায় বাংলাদেশ সরকারের লিবিয়া দুতাবাসের মাধ্যমে তার লাশ দেশে আনা হয়।
প্রবাসী শাহজাহানের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন,শার্শা উপজেলা বিএনপি’র আহ্বায়ক খায়রুজ্জামান মধু,সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল হাসান জহির,বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুজ্জামান লিটন,জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাও,আজিজুর রহমান,কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হোসেন ও রুহুল কুদ্দুস সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

সর্বশেষ