শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মেডিকেলে স্থান পাওয়া জান্নাতের পাশে দাঁড়ারৈন দেবহাটার ইউএনও

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: কুষ্টিয়া মেডিকেল কলেজে মেধা তালিকায় স্থান পাওয়া দেবহাটার শিক্ষার্থী ফাতিমা জান্নাতের পাশে দাঁড়িয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বৃহষ্পতিবার দুপুরে ফাতিমা জান্নাতকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। ফাতিমা জান্নাত উপজেলার জগন্নাথপুর গ্রামের দরিদ্র কৃষক কালাম গাজী ও গৃহিনী ওজিলা বেগম দম্পতির ছোট মেয়ে। ছোটবেলা থেকেই পড়াশুনার প্রতি অদম্য আগ্রহ ছিল ফাতিমার। ২০১৪ সালে দেবিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া ফাতিমা ভর্তি হয় হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। ২০২০ সালে এসএসসিতেও জিপিএ ৫ পেয়ে পড়াশুনা শুরু করেন সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে। ২০২২ সালে উচ্চ মাধ্যমিকে জিপিএ ৫ পেয়ে অবশেষে কুষ্টিয়া মেডিকেল কলেজে মেধা তালিকায় উত্তীর্ন হয়েছে সে। আর্থিক সহায়তা প্রদানকালে ফাতিমা জান্নাতের উজ্জ্বল ভবিষ্যত ও সাফল্য কামনা করেন নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী।

আরো পড়ুন

সর্বশেষ