শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মেসিকে জার্সি উপহার দিলেন শচীন টেন্ডুলকা

আরো খবর

একাত্তর ডেস্ক:

ওয়াংখেড়েতে আজন্ম স্বপ্ন পূরণ করেছেন শচীন টেন্ডুলকার। ক্যারিয়ারের শেষ সময়ে এসে এই স্টেডিয়ামেই ২০১১ সালে বিশ্বকাপ জিতেছেন ভারতীয় কিংবদন্তি।

সেই ঘরের মাঠেই অবস্মরণীয় মুহূর্তের সাক্ষী হলেন শচীন। তার মাঠে যে হাজির হয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি।
ঠিক তার মতোই ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে আজন্ম স্বপ্ন পূরণ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক, ২০২২ কাতার বিশ্বকাপ জিতে। ক্রীড়াঙ্গনের দুই কিংবদন্তি আজ একসঙ্গে হয়েছে ওয়াংখেড়েতে।

মেসির সঙ্গে হাত মেলানোর পর নিজের স্বাক্ষর করা জার্সি উপহার দিয়েছেন শচীন। জার্সিটি ছিল ২০১১ বিশ্বকাপের।
বিপরীতে মেসি একটা বল দেন ভারতীয় কিংবদন্তিকে। মেসির সঙ্গে ভারত সফরে আছেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল।

সূত্র: কালের কন্ঠ

আরো পড়ুন

সর্বশেষ