যশোর প্রতিনিধি : যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ অসুস্থ হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দুপুরে ‘যশোর মুক্ত দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান জানান, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা চলছিলো। সেখানে আমরা সকলেই উপস্থিত ছিলাম। অনুষ্ঠান চলাকালে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাথেসােথেই জেলা প্রশাসন ও পৌরসভার স্টাফদের সহযোগিতায় তাকে যশোরে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান আরও জানান, মেয়র হায়দার গণি খান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসক তৌহিদুল ইসলাম ও কাজল কান্তি দা’র তত্ত্বাবধানে আছেন। তার বেশকিছু শারীরিক পরীক্ষা-নীরিক্ষা দেয়া হয়েছে। সেগুলোর রিপোর্ট আসলে প্রকৃত অবস্থা বোঝা যাবে।
