শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কোস্ট গার্ড মোংলা পোর্ট সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে থেকে ১ লক্ষ ৮৪ হাজার ৮ শত টাকা মূল্যের ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড বেইস মোংলা এই বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিকেলে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত বিয়ার ক্যানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান। সিয়াম-উল-হক আরও বলেন, মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো পড়ুন

সর্বশেষ