বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় জমি নিয়ে বিরোধের জেরে মহিলা দলের নেত্রীর বাড়ীতে হামলা। বাড়ী ঘরে ব্যাপক ভাংচুর চালানো হয়েছে। এসময় পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম ও তার স্বামীসহ আহত হয়েছে পাঁচ জন। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। আহতরা চিকিৎসা নিচ্ছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ। শুক্রবার (১১ আগষ্ট) সকালে মোংলা পৌর শহরের জয় বাংলা সড়কে এ ঘটনা ঘটে।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের স্বজনদের অভিযোগ, মোংলা পৌর শহরের জয় বাংলা সড়কে মহিলা দলের নেত্রী ফাতেমা বেগমের স্বামীর নামে খরিদ করা বসত বাড়ীর জায়গা নিয়ে দির্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে, সোনাইলতলা ইউনিয়নের বাসিন্ধা প্রিন্স হাওলাদেরর সাথে। শুক্রবার (১১ আগষ্ট) সকালে শতাধিক লোক নিয়ে প্রিন্স হাওলাদার ওই বাড়ী দখল নেওয়ার চেষ্টা করে। এসময় ঘরে থাকা মহিলা দলের নেত্রী ফাতেমাসহ তার স্বামী তাদের বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ফাতেমা বেগম,তার স্বামী-মোঃ সোহেল ও ফাতেমার ভাই মোঃ জসিম , ফাতেমার বোনের স্বামী মোঃ ফারুক, খালা রহিমা বেগম আহত হন। ওই সময় বাড়ীতে ব্যপক ভাংচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রিন্স হাওলাদারসহ ১০ জনকে আটক করে। আহত সকলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ চিকিৎসা নিচ্ছেন। আহত ফাতেম্ বেগমের বোন মিনারা বেগম জানান, শুক্রবার সকালে প্রিন্স হাওলাদারের নেতৃত্বে কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বসত বাড়ীতে হামলা চালিয়ে দখল নেওয়ার চেষ্টা করে। তারা বাধা দিলে ঘরে থাকা তাদের সকলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, দির্ঘ দিন ওই বাড়ী নিয়ে আদালতে মামলা চলছিলো। আদালতে নিজেদের পক্ষে রায় পেয়ে বাড়ীটি দখল নেয়ার চেষ্টা চালায় প্রিন্স হাওলাদার। সংর্ঘের খবর পেয়ে তিনি(সহকারী পুলিশ সুপার) এর নেতৃত্বে ঘটনাস্থলে যান। সেখান থেকে পুলিশ প্রিন্স হাওলঅদারসহ ১০ জনকে আটক করা হয়েছে। আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশের একটি টিম বাড়ীতে অবস্থান করছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি মোংলা থানায়।

