হুমায়ুন কবির
কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড।প্রতিষ্ঠানটির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা বারোটায় প্রশাসনিক ভবনে সংগঠনের সভাপতি গোলাম রসুলকে শুভেচ্ছা, অভিনন্দন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোচিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহ- সভাপতি ফজের আলীর সভাপতিত্বে ও সাইদুর রহমান পিকুর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোচিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোচিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, সহ- সম্পাদক রফি উদ্দিন, গোডাউন কিপার মিথুন পারভেজ প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম রসুল বলেন,দীর্ঘদিন যাবৎ আমি বিভিন্ন সংগঠনের সাথে সমাজের নানা ক্ষেত্রে কাজ করে যাচ্ছি।ফলশ্রুতিতে ওয়াল্ড বেইলি ডের গুণীজন সম্মাননায় আমাকে ভূষিত করা হয়ে তা আমি আপনাদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই।আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেলে আমি নিজেকে ইউনিয়ন, সমাজ ও রাষ্ট্রের তরে বিলিয়ে দিতে পারব।

