শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মোবাইল কোর্টের অভিযান,কালীগঞ্জে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

আরো খবর

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি: শহরের নতুন বাজারের ৪ প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের মাধ্যমে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আড়পাড়া অভিমুখ রাস্তা সংলগ্ন অবস্থিত শাহ আলী বেকারিতে বুধবার দুপুর দুইটার দিকে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির নানা পদের খাদ্য দ্রব্য তৈরি এবং বিএসটিআই এর অনুমোদনহীন খাদ্য দ্রব্য বিক্রির অপরাধে বেকারিটির স্বত্বাধিকারী বাবলু খান বাবুকে পৃথক দুটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নতুন বাজারে কুষ্টিয়া কুমারখালী দধি ভান্ডারকে ১০ হাজার টাকা, মাংস বিক্রেতা সাইদুল ও বদরকে ২ হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বমোট ৪ টি প্রতিষ্ঠান থেকে ৫ টি মামলার বিপরীতে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন হাবিবুল্লাহ হাবিব সহকারী কমিশনার (ভূমি)। এ সময় আরো উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম পরিদর্শক, বিএসটিআই, খুলনা, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব জানান, খাদ্য দ্রব্য উৎপাদন ও বিপণন করতে হলে তা সঠিক নিয়ম মেনে করতে হবে। এ ক্ষেত্রে অনিয়ম পেলে ওইসব প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ ধরনের প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে ।

আরো পড়ুন

সর্বশেষ