মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

মোবারকগঞ্জ রেলওয়ে সেকশনের কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

আরো খবর

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
দশ দফা দাবি বাস্তবায়নে এসএসএই/ওয়ে/মোবারকগঞ্জ সেকশনের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকাল দশটা থেকে ঘন্টা ব্যাপি মোবারকগঞ্জ রেলস্টেশনে তারা এই কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিলে ঘুমিয়ে ঘুমিয়ে ট্রেন চালানো বন্ধ, ফেসবুক চালাতে চালাতে ও মোবাইলে কথা বলতে বলতে ট্রেন চালানো বন্ধের দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মেট সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, অবসরপ্রাপ্ত মেট গোলাম নবী, মেহেদী হাসান, আঃ খালেক ওয়েম্যান প্রমুখ। বক্তারা বলেন, এসএসএই/ওয়ে/চুয়াডাঙ্গা সেকশনের ৫(পাঁচ) জন কর্মচারীকে অন্যায় ভাবে বরখাস্ত প্রত্যাহার করতে হবে, ব্লক পোস্ট বাতিল করতে হবে, ঝুঁকি ভাতা প্রদান করতে হবে, সরকার ঘোষিত সকল ছুটি প্রদান করতে হবে, অতিরিক্ত সময় কাজ করালে ওভার টাইম প্রদান করতে হবে, অন্যায়ভাবে অনুপস্থিত/সাসপেন্ড করা যাবে না, পোষাকে বিপরীতে পোষাক ভাতা দিতে হবে, পদোন্নতির সাথে উচ্চতর স্কেল দিতে হবে, পুনরায় পে-কমিশন গঠন করতে হবে, বেতন বৈষম্য দুর করতে হবে। বক্তারা বলেন, তাদের দাবি না মানলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করা হবে।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ