জামায়াতে ইসলামীর গণমিছিল ও মহাসমাবেশ
উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে সকালে মোরেলগঞ্জে একটি বিশাল গণমিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল আলিম, মাওলানা শাহাদাৎ হোসাইন, মাস্টার মনিরুজ্জামান, ছাত্রশিবির নেতা নওশাদ মাহফুজসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “দেশের মানুষ ইসলামী শাসনব্যবস্থার জন্য আজও অধীর অপেক্ষায়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী নেতৃত্বই একমাত্র পথ।”
বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে র্যালি সহকারে নেতাকর্মীরা মোরেলগঞ্জ পুরাতন মাছবাজার সংলগ্ন সোনালী ব্যাংকের মোড়ে এসে জমায়েত হন।
বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল-ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “জুলাই গনঅভ্যুত্থানে নিহত ছাত্রদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। ন্যায়ের সংগ্রামে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে

