শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মোরেলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে শরণখোলাগামী  পরিবহন খাদে

আরো খবর

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের সাইনবোর্ড – বগি আঞ্চলিক মহাসড়কে ইমা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। রবিবার (২ জুলাই) দুপুর ১টার  দিকে মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের খালকুলা গ্রামস্থ রফিরপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বাগেরহাট জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী এইচ এম রাজীব জানান,  ঢাকা থেকে ছেড়ে আসা শরণখোলা গামী ইমা পরিবহনটি সাইনবোর্ড – বগি আঞ্চলিক মহাসড়কের রফিরপোল এলাকায় এসপি লাইন নামে অন্য একটি পরিবহনকে  সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়।  এতে বাসের যাত্রীরা কেউ হতাহত হয়নি।  সাইনবোর্ড – বগী আঞ্চলিক মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ