শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মোরেলগঞ্জ অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন…

আরো খবর

মোরেলগঞ্জ প্রতিনিধি:নেশা মুক্ত মোরেলগঞ্জ  চাই, অবসরে মাঠে যাই’ এই স্লোগানকে সামনে রেখে মোরেলগঞ্জ হরিণধরা অনূর্ধ্ব ১৮ বছরের  ৮ দলীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন দৈনিক গণমানুষের আওয়াজ ও দৈনিক প্রজন্ম একাত্তর পত্রিকার  মোরেলগঞ্জ প্রতিনিধি ও জুনিয়র স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ এখলাস শেখ।
মোরেলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড হরিণধরা বালুর মাঠে ৮ দলীয় শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন, হরিণধরা সমাজ উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, অবসর প্রাপ্ত সেনাবাহিনী মোঃ ইদ্রিস আলী হাওলাদার, হরিণধরা সমাজ উন্নয়ন সংগঠনের সদস্য মোঃ সাকিব,সালমান ফারসি, নকিব হাওলাদার প্রমুখ। উক্ত উদ্বোধনী ম্যাচ পরিচালনার (আম্পেয়ার) দায়িত্ব পালন করেন মোঃ শাওন হাওলাদার এবং মোঃ রেজাউল হাওলাদার।  মোরেলগঞ্জ বাসগাড়ি ক্রিড়া একাদশ  ও মোরেলগঞ্জ জুনিয়র স্পোটিং ক্লাবের জুনিয়র  একাদশের খেলার মধ্য দিয়ে উদ্বোধনী ক্রিকেট টুর্নামেন্টে শুভ সূচনা করা হয়।
বাসগাড়ি ক্রিড়া একাদশ  টসে জিতে ১০ ওভাবে ৮ উইকেটে ৪৪ রান করে। পরে জুনিয়র স্পোটিং ক্লাবের জুনিয়র  একাদশ ৪৫  রানের টার্গেটে খেলতে নেমে ৭ উইকেটে ৪ বল হাতে রেখে ৪৮ রান করে জয় তুলে নেয় । উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী শনিবার বিকাল চারটায় অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

সর্বশেষ