রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

মোহিত ইয়াকুব আজিজসহ ৪ স্বতন্ত্র প্রার্থী পেলেন ঈগল প্রতীক

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: যশোরের ৬ টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু হয়।
জেলার ৬ টি আসনে ঈগল প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা।

তার মধ্যে যশোর ২ ঝিকরগাছা- চৌগাছা আসনে এসএম হাবিব, যশোর-৩ সদর আসনে মোহিত নাথ, যশোর-৫ মণিরামপুরে এএম ইয়াকুব আলী ও যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনে উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক আজিজুল ইসলাম পেয়েছেন ঈগল প্রতীক। অন্যদিকে আওয়ামী লীগের অপর দুই স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ট্রাক প্রতিক। তার হচ্ছেন যশোর ১ শার্শা আসনে সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন ও যশোর ২ সংসদীয় আসনে সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম।

প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। এসময় পুলিশ সুপার প্রলয় জোয়াদ্দরসহ নির্বাচনী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলার ৬ টি আসনে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বতিদ্ধতা করছেন।

আরো পড়ুন

সর্বশেষ