শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যবিপ্রবিতে অণুজীববিজ্ঞান বিভাগের নবীন বরণ 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, লক্ষ্য অর্জনে স্থির থাকো। তুমি যদি নিজেকে সাহায্য করতে না পারো, তাহলে অন্যকেও সাহায্য করতে পারবে না। পরিশ্রমের মাধ্যমেই নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলো।

রোববার বিকেলে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ আয়োজিত ‘আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস’ ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস সকালে বিভাগটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইকবাল কবীর জাহিদ সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামিনুর রহমান, তনয় চক্রবর্তী, হুমায়রা আনজুমী, সুমাইয়া আফনান জাহিন, প্রথম বর্ষের শিক্ষার্থী পূর্ণিমা খাতুন প্রমুখ। নবীন বরণ অনুষ্ঠান পরিচালনা করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাফি মান রাইন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকালে ‘আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবন-কেন্দ্রীয় মসজিদের সামনে হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

আরো পড়ুন

সর্বশেষ