শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যবিপ্রবিতে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে

আরো খবর

 নিজস্ব প্রতিবেদক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো এ বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত করা হবে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গরীব মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, রোগাগ্রস্থ মানুষের সাহায্যের জন্য কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে  বুধবার সন্ধ্যায় আয়োজিত নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। এর আগে দিনব্যাপী বিভাগটির উদ্যোগে ব্যাচভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা, ফ্লাশমবসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এআইএস বিভাগের সহকারী অধ্যাপক তরুন সেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল, এআইএস বিভাগের বিদায়ী বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মান্নান রিয়াজ, তিথি রায়, প্রথম বর্ষের শিক্ষার্থী নির্জন ঘোষ প্রমুখ। উপস্থিত ছিলেন এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো. হোসাইন আলী, প্রভাষক ফজলুর রহমান রাসেল, সোহানা ইসলাম সুমনাসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ। পরে বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণের মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আরো পড়ুন

সর্বশেষ