যশোর জেলার অভয়নগর থানার পুলিশ বিভিন্ন মামলার আসামীসহ পলাতক ১৭জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামী রয়েছে। আটকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
অভয়নগর থানা পুলিশের মাধ্যমে যশোর পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ৮ নভেম্বর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে১ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় ১৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত হচ্ছে বুইকারা গ্রামের মৃত শাহজাহানের ছেলে কবির হোসেন। অন্যরা হচ্ছেন বুইকারা গ্রামের প্রেম(১৯),বাগদাহ গ্রামের শাহজালাল, রোকনুজ্জামান, সজিব, মনির হোসেনের স্ত্রী শামীমা নাউলী গ্রামের সৈয়দ জাকির আলী,ধুলগ্রামের মফিজ সর্দার, সৈয়দ মুনু. আনোয়ার হোসেন, আরজান আলী, মাগুরা গ্রামের শাহীন মোল্লা, একতার পুরের নাজমুল হোসেন সুমন,পুড়াটাল গ্রামের প্রতাব বিশ্বাস, সিদ্বিপাশার মনিরুজ্জামান, হাবিবুর রহমানও নাউলী গ্রামের ফরিদ হোসেন। #
যশোরের অভয়নগরে সাজাপ্রাপ্ত আসামীসহ ১৭জন আটক

