বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

যশোরের কেশবপুরে তিনদিন স্কুলছাত্র নদী নিখোঁজ

আরো খবর

প্রতিনিধি:

গত তিন দিনে নিখোঁজ শিশু স্কুল ছাত্র নদী সরদারের খোঁজ মিলেনি। যশোর জেলার কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়নের পাথরা গ্রামের মোহন সরদারের ছেলে, স্কুলছাত্র নদী সরদার (১৩) নামে শিশু নিখোঁজ হয় গত সোমবার বিকেল থেকে।
নিখোঁজ শিশুর মা রাধা সরদার ও বাবা মোহন সরদারের বরাত দিয়ে মামা সংবাদকর্মি সজিব জানান,গত সোমবার বাড়ি থেকে নদী সরদার (১২)তার বন্ধুসহপাটি ইয়াছিন (১২) সাথে করে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু দিনশেষে সন্ধ্যা নেমে আসে। তার বন্ধু ইয়াছিন বাড়িতে ফিরলেও নদী বাড়িতে ফেরেনি।তার মা বাবা আত্মীয় স্বজনরা আত্মীয়দের বাড়িতে বা এলাকার বিভিন্ন বাড়িতে খোজাখুজি করে তার খোঁজ পাইনি।
নদী সরদার কেশবপুর উপজেলার বড়েঙ্গা সম্মেলন বিদ্যাপীট এর ষষ্ঠ শ্রেণির ছাত্র। শিশুটির পরনে ছিল গায়ে হলুদ গেঞ্জি, আর পরনে কালো ধরনের প্যান্ট,ও পায়ে কালো জুতা। এবাপারে যশোর কেশবপুর থানায় সাধারন জিডি করা হয়েছে।
তার মা রাধা সরদার শিশুটির সন্ধান লাভের জন্য ০১৮৭৬ ৬৪১৮৩৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।#

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ