শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের মাঝে পুরস্কার প্রদান

আরো খবর

 

নিজস্ব প্রতিবেদক: নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পুরস্কার পেয়েছেন যশোরের বেশ কয়েকজন পুলিশ কর্মকতা।
গত জুন মাসে চৌকস ও সেরা সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছেন নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান। আর সেরা ওসি নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার অফিসার্স ইনচার্জ ইন্সপেক্টর কামাল হোসেন ভুঁইয়া। জেলার সেরা পুরস্কারটি পেয়েছেন একই থানার এসআই সোহেল রানা। গত রোববার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই পুরস্কার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, পিবিআই এর পুলিশ সুপার রেশমা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল বেলাল হোসাইনসহ উর্ধক]তন কর্মকর্তাবৃন্দ।
জানাগেছে, জুন মাসে ভাল ও দায়িত্ত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার পেয়েছে ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার এবং এসআই মফিজুল ইসলাম। এছাড়া শ্রেষ্ঠ বিট অফিসারের পুরস্কার পেয়েছেন, চৌগাছার থানার এসআই এনামুল হক। শ্রেষ্ট সহকারী উপপরিদর্শক (এএসআই) এর পুরস্কার পেয়েছে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা। এছাড়া প্রতিষ্ঠান হিসাবে বিশেষ পুরষ্কার পেয়েছে সাইবার ক্রাইম ইনভস্টিগেশন সেল।
এছাড়া তিনজন গ্রাম পুলিশ সদস্য সেরা হয়েছেন। এরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালি ইউনিয়নের শ্রী হাজারী, শার্শা থানার শার্শা ইউনিয়নের তোবারক হোসেন এবং কোতয়ালি থানার রামনগর ইউনিয়নের জয়নাল আবেদীন। #

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ