সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে সাব্বির হত্যা মামলায় নয়জনকে অভিযুক্ত করে চার্জশিট

আরো খবর

যশোর:
যশোর শহরের শংকরপুরের সাব্বির হোসেন হত্যা মামলায় নয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলেন, শংকরপুর জমাদ্দারপাড়ার হাফিজুর নাপিত প্রকাশ ওরফে হাফিজুর রহমান সরদারের ছেলে মুসা, ওসমান মোল্লার ছেলে মনিরুল প্রকাশ মনি, মৃত আমিনুল ইসলামের ছেলে এনামুল হক বিজয়, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আলমগীর হোসেন আলী প্রকাশ ওরফে বেড়ে আলীর ছেলে সুইট, শংকরপুর ছোটনের মোড়ের কাজলের ছেলে বুলেট সাগর ও জিরো পয়েন্ট এলাকার মিন্টু রহমানের ছেলে তানভীর, আকবরের মোড়ের মজনুর ছেলে রাকিব হোসেন, সাদের দারোগার মোড়ের গোলাম মোস্তফার ছেলে শামীম । এছাড়া অপর কিশোর আসামি শংকরপুর জমাদ্দারপাড়ার সেলিম মিয়ার ছেলে রায়হান।
নিহত সাব্বির হোসেন শংকরপুর জমাদ্দারপাড়ার আকবর আলীর ছেলে।
২০২১ সালের ১৯ ডিসেম্বর সন্ত্রাসীরা ডেকে নিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় সাব্বিরের মা মাসুরা খাতুন বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করেন চাঁচড়া পুলিশ ফাঁড়ির তৎকালীন পরিদর্শক শহিদুল ইসলাম। পরে ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল এ তদন্তের ভার নেন।
মামলা সূত্রে জানা যায়, সাব্বির ও রাব্বি দুই ভাই। তারা শংকরপুর বাস টার্মিনাল এলাকায় চা, পুরির দোকান রয়েছে। ২০২১ সালের ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে সাব্বিরের মোবাইল ফোনে একটি কল আসে। এরপর তিনি বাইরে যান। দুপুর সাড়ে ১২টার দিকে সাব্বিরের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা সটকে পরে। পরে সাব্বিরকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন ।
তদন্ত কর্মকর্তা এসআই শফি আহমেদ রিয়েল জানান, তদন্তে উঠে এসেছে অভিযুক্তরা সরাসরি এ হত্যার সাথে জড়িত। পূর্বশক্রতার জেরে পরিকল্পিতভাবে সাব্বিরকে হত্যা করা হয়েছে। যার নেতৃত্বে ছিলেন মুসা। আটককৃত কয়েক আসামি আদালতে স্বাকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ