রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে স্ত্রীর সাবেক স্বামীর হামলায় বর্তমান স্বামী আহত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর পূর্বের স্বামীর আক্রমনের শিকার হয়েছেন জাকির হোসেন নাম এক ব্যক্তি (৪১)। তিনি যশোর সদর উপজেলার জোতরহিমপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর মোল্লার ছেলে। বর্তমানে তিনি স্ত্রী কোহিনুর বেগম রিক্তা (৪০) কে নিয়ে উপশহর ৫ নম্বর সেক্টরের ইসমাইল হোসেনের বাড়িতে ভাড়া থাকে ব্যবসা করেন।
এই ঘটনায় কোতয়ালি থানায় দায়েরকরা মামলা রিক্তার সাবেক স্বামী মিজানুর রহমান টিটোকে (৪৫) আসামি করা হয়েছে। টিটো সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মোকবুল হোসেনের ছেলে।
এজাহারে জাকির উল্লেখ করেছেন, কোহিনুর বেগম রিক্তার সাথে বনিবানা না হওয়ায় আসামি টিটোকে দেড় বছর আগে তালাক দেয়। পরে তার সাথে রিক্তার বিয়ে হয়। এরপর থেকে টিটো তাকে এবং রিক্তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। গত ১০ জুলাই রাতে তিনি স্ত্রীকে সাথে নিয়ে একটি মোটরসাইকেলে করে জোতরহিমপুর গ্রামে রওনা হন। রাত সোয়া ৯টার দিকে তারা সাহাপুর গ্রামের কালামের মুদি দোকানের সামনে পৌছালে আসামি টিটো অন্যান্য সহযোগিদের নিয়ে তাদের গতিরোধ করে। এরপর লোহার রড, বাঁশের লাঠি দিয়ে আক্রমন করে। তাকে মারপিট করে। এ সময় রিক্তা ঠেকাতে গেলে তাকেও মারপিটে জখম করে। তার মোটরসাইকেল আঘাত করে ক্ষতিসাধান করে। তার কাছে থাকা একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামি টিটো পালিয়ে যায়। পরে তিনি যশোর জেনারেল হাসপাতলে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ