সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর কোদালিয়া বাধাকপি ক্ষেতে জীবিত নবজাতককে উদ্বার

আরো খবর

 

নিজস্ব প্রতিনিধি যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাঠ থেকে এক নবজাতক উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে।
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন জানান, দুপুরে এক নারী মাঠে কাজ করছিলেন। এসময় তিনি দুর থেকে দেখতে পান একটি মাইক্রো রাস্তায় দাড়ায়। এরপর কয়েকজন মানুষ মাইক্রো থেকে নেমে মাঠের ভেতরে দুরের একটি বাধাকপি খেতে যায়। এরপর তারা ফিরে এসে গাড়িতে চেপে চলে যায়। বিষয়টি ওই নারীর সন্দেহ হলে তিনি ওই খেতে দেখতে যান। যেয়ে দেখেন নবজাতক কাঁদছে। পরে তিনি কোলে নেন ও আশপাশের লোকজনকে খবরদেন।
এ বিষয়ে লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাচ্চাটি ৫ নং ওয়ার্ড মেম্বর আকরাম হোসেন ও মহিলা ওয়ার্ড মেম্বর সায়েরা খাতুনের হেফাজতে রয়েছে। তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন। বুধবার যশোর সমাজসেবা অধিদপ্তরের কাছে শিশুটি হস্তান্তর করা হবে বলে জানান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ