নিজস্ব প্রতিনিধি
যশোর অফিস গত বুহসপতিবার রাতে যশোর ডিবি পুলিশেরর এস আই সাদ্দাম হোসেন,এস আই শামীম হোসেন ও এএসআই আজাহারুল ইসলামেরর সমন্বয়ে একটা টিম এলাকায় অভিযান যশোরের মন্ডলগাতি এলাকা থেকে শরিফ উদ্দিন পলাশ(৪০), নামে একজনকে আটক করে।আটক পলাশের কাছ থেকে এসময় ১শত পিছ ইয়াবা উদ্বার করেন। পলাশ সদরের দেয়াড়ার বাজেদুর্গাপুর গ্রামের মহাসিন আলীর ছেলে। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৩০ হাজার টাকা বলে মামলায় বলা হয়েছে

