প্রতিনিধি

যশোর সদরের রুপদিয়ার জিরাট গ্ৰামে নিজেদের মাটিবাহি ট্রলির চাকায় পিষ্ট হয়ে আপন দুই চাচাতো ভাই-বোন ঘটনাস্থলে নিহত হয়েছে।আজ রোববার (১৭ই জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে প্রতিদিনের মত কামাল হোসেন বাড়ি থেকে ট্রলি নিয়ে মাটি টানার উদ্দেশ্যে রওনা হয়, তখন সে খেয়াল করেনি পেছনে কেও আছে কি না, যখন গাড়ি পেছনের দিকে নিতে যায় তখন বাঁধা অনুভব করে।চালক তখন গাড়িথেকে নেমে পেছনে এসে দেখে গাড়ির চাকার নিচে চাপা পড়ে আছে কামাল হোসেনের শিশু কন্যা জাহিয়া খাতুন (৪) জামাল হোসেনের পুত্র আবু হুরায়রা (২) । তখন পরিবারের চিৎকারে আশপাশের লোকজন এসে ঘটনাস্থলে নিহত দুই শিশু পড়ে আছে।

