যশোর:
শুক্রবার শহরের রেল রোড সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে এক আখের রস বিক্রেতাকে ছুরিকাঘাতে জখম করেছে সন্ত্রাসীরা।বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। আহত রস বিক্রতার নাম হালিম গাজী (২৫)।সে যশোর শহরের শংকরপুর এলাকার হারানের কলোনীর বকুল শেখের বাড়ির ভাড়াটিয়া এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মুন্সিগঞ্জ এলাকার সোলাইমান গাজীর ছেলে।আহত হালিমকে যষোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বিকেলে অজ্ঞাত নামা ২/৩ জন চাকু দিয়ে তার গলায় পোঁচ দিয়ে দ্রুত পালিয়ে যায়।আহতকে স্হানীয়রা উদ্বার করে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। আহত হালিম কাউকে চিনতেপারেনি বলে জানায়। #
