নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার মতবিনিময় করেছেন।
শনিবার জেলা প্রশাসকের অমিত্রাক্ষর সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, যশোরের সকল মানুষের কে সাথে নিয়ে কাজ করার সুযোগ যাতে তৈরি হয় সেজন্য সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে এগিয়ে যেতে চাই।
তিনি আরো বলেন, সাংবাদিকরা যেকোনো সময় তাদের সার্বিক বিষয় জেলা প্রশাসকের সহযোগিতা পাবেন। সংবাদপত্র সমাজের দর্পণ,দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরকে স্মার্ট জেলায় রূপান্তর করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সভা পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান।
মতবিনিময়ে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান,যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

