নিজস্ব প্রতিবেদক:
যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে ধরে পুলিশে সোপর্দ করেছেন জনতা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা শিশু মেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা। এরপর তাকে শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে সোপর্দ করে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক।
এদিকে, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কর্মকা- পরিচালনার অভিযোগে শাহারুল ইসলামের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
ঢাকা শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ ইমাউল হক বলেন, তারা হঠাৎ খবর পান শিশু মেলা এলাকায় স্থানীয় জনতা নাশকতার পরিকল্পনা করছিল সন্দেহে একজনকে আটক করেছে। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে শাহারুল ইসলাম নামে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। এখন জিজ্ঞাসাবাদ চলছে।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব বলেন, শেরেবাংলা নগর থানা থেকে শাহারুল ইসলামের বিষয়টি আমাদের জানিয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে বুধবার যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরি করতে যেয়ে দুইজন আটক হন। এ ঘটনায় বৃহস্পতিবার শাহারুলসহ ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, শাহারুলকে ওই মামলাতেও গ্রেফতার দেখানো হতে পারে। তাছাড়া শাহারুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
সর্বশেষ খবরে জানা যায় আটক আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলামকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ঢাকা আদালতে সোপর্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক।

