ঝিকরগাছা প্রতিনিধি:যশোরের ঝিকরগাছায় রঘুনাথপুর ডাঙ্গীবাগ রাস্তা পাকা করণ কাজ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজাজ জেনারেল ডাক্তার নাসির উদ্দিন এই সড়ক উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ২.৫ কিলোমিটার এই রাস্তাটি নির্মাণ করছে। পরে সংসদ সদস্য এউপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। পৌর মেয়রসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

