শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরের ঝিকরগাছায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

আরো খবর

একাত্তর ডেস্ক::

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের(বিআরডিবি) ইরেসপো প্রকল্পে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠান করা হয়েছে। আজ দুপুরে উপজেলার কায়েমকোলা আলিমননেছা উচ্চ বালিকা বিদ্যালয় ও কারিগরি কলেজে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক। এসময় বক্তরা বলেন , বিআরডিবির দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) ২য় পর্যায়ে এ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ১০০ জন ছাত্রীকে নিয়ে গঠন করা হয়েছে কিশোরী সংঘ। এ কিশোরীদের বয়:সন্ধি সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে কিশোরী সংঘের ছাত্রীরা বাল্যবিবাহ না করার পরামর্শ দেন এবং সরকারকে তথ্য দিতে বলেন তারা।
উপস্তিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রশিদ রায়হান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসানসহ আরো অনেকে।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ