যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
নিজস্ব প্রতিবেদক
যশোরে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। শনিবার (৪ ডিসেম্বর) সকালে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল বাজারের পাশে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, খুলনা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা রূপসা সমিতির মাহাবুব পরিবহন (খুলনা ব-১১-০১২৪) কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। বাসটি খাদে পড়ে পুরো উল্টে যায়। এতে কমপক্ষ ২০ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
হাসপাতালে ভর্তিরা হলেন- যশোর শহরের চুড়িপট্টির হাসিবুর রহমান (২৪), সাতক্ষীরার আশাশুনি উপজেলার লসকার গ্রামের নিরাপদ মিস্ত্রি (৬৮) ও তার স্ত্রী কবিতা (৫০)।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তন্ময় বিশ্বাস জানান, আহতরা সবাই আশঙ্কামুক্ত।
দুর্ঘটনার পর বেশ কিছু সময় ওই রুটে যানবাহন চলাচল বিঘিœত হয়। খবর পেয়ে সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থালে হাজির হয়ে যান চলাচল স্বাভাবিক করেন।#স্বাধীনতার
সুবর্ণজয়ন্তী উপলক্ষে
যশোরে ২১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব
নিজস্ব প্রতিবেদক
বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে যশোর জেলা ও উপজেলায় ২১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এউপলক্ষে আজ সকালে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখা। যার সহযোগিতায় রয়েছেন যশোর জেলা প্রশাসন।
সংবাদ সম্মেলনে জানানো হয় ৫ ডিসেম্বর ৫০ জন চিত্রশিল্পী পৌরপার্কে মুক্তিযুদ্ধে যশোর রোড শিরোনামে ছবি আঁকবেন। ৬ ডিসেম্বর টাউন হল ময়দানে যশোর মুক্ত দিবস ও ২১ দিন ব্যাপী বিজয় উৎসবের উদ্বোধন ও শোভাযাত্রা বের করা হবে। এছাড়া জেলা ও উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আয়োজকরা জানান, বিজয়ের পঞ্চাশ বছর উদযাপন আমাদের জীবনে এক অনন্য প্রাপ্তি। এই আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং বর্তমান ও আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শানিত করা আমাদের উদ্দেশ্য। সংবাদ সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
ঝিকরগাছায় বিনামূল্যে জন্মনিবন্ধনের প্রচারনা
ঝিকরগাছা প্রতিনিধি :
ঝিকরগাছায় জন্মের ৪৫দিনের মধ্যে বিনামূল্যে জন্মনিবন্ধন গ্রহণ বিষয়ক প্রচারণামূলক ব্যানার ফেস্টুন স্থাপন করা হয়েছে।
যশোর জেলা প্রশাসনের নির্দেশনায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে ‘সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ স্লোগানের মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদ, সরকারী এম. এল মডেল হাই স্কুল, রেল স্টেশন সহ স্থানীয় বাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রশিদুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমির হোসেন, সরকারী এম. এল
মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী শিক্ষক আফরোজা খানম, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী জনাব রিজন বিশ্বাস,
স্বেচ্ছাসেবক টিমলিডার প্রেসিডেন্ট অ্যাওয়াডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ ও মোঃ রহমত উল্লাহ এবং স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথী
ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন। #
। #
বুধবার অভয়নগরে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন
অভয়নগর প্রতিনিধি
আগামী বুধবার (৮ ডিসেম্বর) যশোরের অভয়নগরে আগ্নেয়াস্ত্র- বন্দুক, শটগান ও রাইফেলের লাইসেন্স নবায়ন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান স্বাক্ষরিত আগ্নেয়াস্ত্র নবায়ন সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উক্ত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী বুধবার সকাল ১০ টা হতে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা হবে। ব্যক্তি এবং ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানের (বন্দুক/ শটগান/ রাইফেল) লাইসেন্স প্রতিবছর নবায়ন ফি বাবদ- ৫ হাজার টাকা, অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের (বন্দুক/ শটগান/ রাইফেল) লাইসেন্স প্রতিবছর নবায়ন ফি বাবদ- ১০ হাজার টাকা এবং এনপিবি পিস্তল/ রিভলবার লাইসেন্স প্রতিবছর নবায়ন ফি বাবদ- ১০ হাজার টাকা ১-২২১১-০০০০-১৮৫৯ নম্বর কোডে এবং নবায়ন ফি এর উপর ১৫% হারে উৎসে মূসক ১-১১৩৩-০০০৫-০৩১১ নম্বর কোডে ভিন্ন ভিন্ন ট্রেজারী চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে জমা প্রদান করতে হবে।
নির্ধারিত তারিখ ও স্থানে সকাল ১০ টায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের আবেদন, নবায়ন ফি ও উৎস মূসক জমার ট্রেজারী চালানের মুলকপি এবং মুল লাইসেন্স ও আগ্নেয়াস্ত্রসহ উপস্থিত থাকতে হবে। সশস্ত্রবাহিনী ও বিজিবি সদস্যগণকে নবায়নের আবেদন এবং অস্ত্র জমা সংক্রান্ত সনদ প্রদর্শন করতে হবে।
আগ্নেয়াস্ত্র লঅইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬ এর ৩১ (গ) মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করা না হলে, জেলা ম্যাজিস্ট্রেটের নিকট নবায়ন না করার সন্তোষজনক ব্যাখ্যাসহ আবেদন করতে হবে। ৩১ (ঘ) মোতাবেক আবেদন সন্তোষজনক বিবেচিত হলে পুন:লাইসেন্স ইস্যু ফি এর সমপরিমান অর্থ আদায়পূর্বক লাইসেন্স নবায়ন করা যাবে। # ট্রাক-
নওয়াপাড়ায় ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত- ১, আহত-৩
নওয়াপাড়া প্রতিনিধি: যশোর-খুলনা মহাসড়কের তালতলা সংলগ্ন আকিজ সিমেন্ট ফ্যাক্টরির সামনে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৩জন গুরুতর আহত হয়েছে। শনিবার বিকালে নওয়াপাড়া এলাকার আকিজ সিমেন্ট ফ্যাক্টটির সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত মাহেন্দ্র চালক সুমন মোল্যা (২৫) ফুলতলার জামিরা এলাকার জাহাঙ্গীর মোল্যার ছেলে । আহত অপর ৩জন হলেন, উপজেলার একতারপুর এলাকার নিশাত বেগম (৩৭), ফুলতলা এলাকার রফিকুল (৬০) ও রেজাউল(৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নওয়াপাড়াগামী মাহেন্দ্রটির সাথে খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মাহেন্দ্র চালক ঘটনাস্থলেই নিহত হন এবং মাহেন্দ্রতে থাকা অপর ৩জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ইফাত শারমিন দিপ্তী জানান, গুরুতর আহত ৩জনকে খুমেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নিহত সুমন মোল্যা হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#
ই.আর.ইমন
যশোর
০৪-১২-২১
০১৭১৭-৪০৯৩০৬

