শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরের নাশকতা মামলায় ঝিকরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর শহরের ঘোপ জেল রোড এলাকা থেকে নাশকতা মামলার অন্যতম আসামী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানা মুন্নি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।   শনিবার দিবাগত রাত দুইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার মুন্নি ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর ৫নং ওয়ার্ড এলাকার আব্দুল মান্নানের মেয়ে ও মৃত নাজমুল ইসলামের স্ত্রী।
র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঝিকরগাছা থানায় দায়েরকৃত নাশকতা মামলার অন্যতম আসামী সাবিরা সুলতানা মুন্নি।
তিনি যশোর শহরের  ঘোপ জেল রোড এলাকায় আত্মগোপনে আছে। এমন সংবাদ প্রাপ্ত হয়ে রাত ২টারদিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ