বিশেষ প্রতিনিধি: বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে গণসংযোগ ও ওলামা সমাবেশ করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-সদরের বসুন্দিয়া ইউনিয়ন) আসনের এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।সোমবার বিকালে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাজারে গণসংযোগ করেন। এসময় বাজারে উপস্থিত শ্রমজীবী সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। তাদের সাথে কথা বলেন এবং দোয়া চান। এসময় উপস্থিত সাধারণ মানুষ অধ্যাপক গোলাম রসুলকে কাছে পেয়ে সুখানুভূতি প্রকাশ করেন এলাকাবাসী।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল আজিজ, বাঘারপাড়া উপজেলা জামায়াত আমীর রফিকুল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি মাওলানা মুহিদুল ইসলাম, রায়পুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা গোলাম ইয়াহিয়া, সেক্রেটারি মাস্টার মঈন উদ্দিন।
এর আগে রায়পুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। আগামীতে মানবিক এবং ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আলেম ওলামাদের সমর্থন চান তিনি। আরও বলেন, জামায়াতে ইসলামী আগামীকে দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তুলতে চায়। এমন সমাজ এবং দেশ গঠনে আলেম ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এসময় বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম ও আলেম ওলামাবৃন্দ উপস্থিত ছিলেন।

