শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরের বাঘারপাড়ায় ধর্ষনের পরে শিশু হত্যা,খুনি আটক

আরো খবর

বাঘারপাড়া প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় রিক্তা খানম (৬) নামে এক শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার ঠাকুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনার অভিযোগ পেয়ে দুপুরেই অভিযুক্ত নাজমুল হককে আটক করেছে পুলিশ। আটক নাজমুল ঠাকুরকাঠি গ্রামের নওশের আলীর ছেলে।
ধর্ষণ ও হত্যার শিকার মেয়েটির বাড়ি একই গ্রামে। শিশুটি স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মক্তব ভিত্তিক শিশু শ্রেণির ছাত্রী ছিল।
প্রতিবেশি আক্তার আলী জানান, শনিবার সকাল থেকে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোজাখুঁজির পর নাজমুলকে তার বাড়ির পাশে গর্ত খোড়ার কারণ জিজ্ঞাসা করলে সাথে সাথে সেখান থেকে দৌঁড়ে পালানোর চেষ্টা করে সে। এসময় অভিযুক্তের নিজ ঘরের খাটের নিচে বস্তার মধ্যে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে থানা পুলিশে সংবাদ দিলে গ্রামবাসীর সহযোগিতায় আসামিকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের ধারণা সকালের যেকোন সময় মেয়েটিকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান, খবর পেয়েই সঙ্গীয় ফোর্স নিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার দায় স্বীকার করেছে। পারিবারিক কলহের জের ধরে শিশুটিকে ধর্ষণ শেষে হত্যা করা হয়। মরদেহ গুমের জন্য আসামি তার নিজ ঘরের খাটের নিচেই লুকিয়ে রাখে। মরদেহটি ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় শওকত আলী খান (৫০) নামে এক নির্মাণ শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১ টার দিকে যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য প্রার্থী পলি পারভীন ও তার ছেলে ইমরান হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ