বিশেষ প্রতিনিধি: দ্বাাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে যশোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বাচন সুষ্ট করতে যশোরে বিভিন্ন স্থানে সেনাবাহিনীর পাশাপাশি টহল দিচ্ছেন বিজিবি । জেলার ৬টি সংসদীয় আসনের ৮৮৫ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এসব কেন্দ্রে নেয়া হয়েছে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ভোটের মাঠে থাকছে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়েন্দা সংস্থার সার্বক্ষণিক নজর দারি। ভোটাধিকার নিশ্চিত করতে পুরো ভোটের মাঠ নিয়ন্ত্রনে নিয়েছে প্রশাসন।
শুক্রবার সকালে সংসদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা প্রস্তুতি, সাম্ভব্য হুমকি পর্যালোচনা, নির্বাচনী দায়িত্ব সর্বোপরি নির্বাচনের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার উপর গুরুত্ব আরোপ করে সভায় কোর কমিটির সদস্যদের সকলের মধ্যে আন্ত:সংযোগ অটুট রাখার আহবান জানানো হয়।
সভায় সেনা ক্যাম্প ইনচার্জ অধিনায়ক ১৪ বীর লে: কর্ণেল মীর মোস্তফা কামাল, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমানসহ সকল নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
জেলার ৬টি আসনে আওয়ামী, জাতীয় পার্টি এবং তৃর্ণমুল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

