শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে পূর্ণাংগ কেন্দ্র করার দাবি

আরো খবর

প্রেস বিজ্ঞপ্তি:  বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্বাদু পানি উপ কেন্দ্রের পক্ষ থেকে মাছ চাষের উন্নয়ন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা বুধবার সকালে যশোরের চাচড়ায় অনুষ্ঠিত হয়।

কেন্দ্র প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আখেরী নাইমার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ফ্লোরা, রাকিবুল ইসলাম, অনিক তালুকদার, যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি ও সরকারি জলমহাল কমিটির সদস্য ডাঃ মোঃ আবু তোহা, মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা বাদশা, জেলা মৎস্য জীবী লীগ নেতা শাহীদ ইমরান সবুজ, নারায়ণ চন্দ্র বিশ্বাস, শেখ সাদেক, শুকুর আলী, ওহিদুল পাটোয়ারী, আসাদুজ্জামান, চৌগাছা উপজেলা মৎস্য জীবী লীগ নেতা মাহমুদুল হাসান, শার্শা উপজেলা মৎস্য জীবী লীগের নেতা অহেদুজ্জামান, মারুফ হোসেন, মনিরামপুর উপজেলা মৎস্য জীবী লীগ নেতা সাধন মল্লিক রনি, কেশবপুর উপজেলা মৎস্য জীবী লীগ নেতা মাসুম বিল্লাহ, বিথীকা মল্লিকা, অভয়নগর উপজেলা মৎস্য জীবী লীগ নেতা এস এম রিপন ও শেখর বর্মন, বাঘারপাড়া উপজেলা মৎস্য জীবী লীগ নেতা এনায়েত হোসেন লিটন, হাবিবউল্লাহ, আবুল কালাম আজাদ ও আল আমীন ও আরমান হোসেন প্রমুখ।

সভায় যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি ও সরকারি জলমহাল কমিটির সভাপতি মোঃ আবু তোহা বলেন, বৃহত্তর যশোর ও কুষ্টিয়া জেলার মৎস্য গবেষণার একমাত্র প্রতিষ্টান মৎস্য গবেষণা ইনস্টিটিউট যশোরের স্বাদু পানি উপ কেন্দ্র টি বিগত ২০০০ সালের আগে প্রতিষ্টিত হওয়া সত্বেও এর কোন উন্নয়ন করা হয় নাই ফলে এই সাত জেলায় মৎস্য গবেষণার অগ্রগতি ত্বরান্বিত হয় নাই। এই কেন্দ্রে গবেষণার তেমন কিছু নাই, প্রশিক্ষণ দেয়ার জন্য কোন মিলনায়তন নাই অথচ এই জেলার চাচড়া এলাকায় গড়ে উঠেছে অসংখ্য হ্যাচারি সারা দেশের রেনু পোনার রাজধানী বলা হয়ে থাকে এই যশোরকে।

এখানেই প্রয়োজন উন্নত মানের গবেষণা ইনস্টিটিউট সেজন্য বৃহত্তর যশোর ও কুষ্টিয়া জেলার জনগণের প্রানের দাবী অনতিবিলম্বে মৎস্য গবেষণা ইনস্টিটিউট যশোরের স্বাদু পানি উপ কেন্দ্রটি পূর্ণাংগ কেন্দ্র করার। এ বিষয় টি নজর দেয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের দৃষ্টি আকর্ষণ করি। পরে প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জন মৎস্য চাষির মাঝে সনদ পত্র প্রদান করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ